ডাবল শতকে সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন চান্দিমাল
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০২:৩৪

নট আউট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান প্রথম ব্যাটার হিসেবে ডাবল শতক করেছেন দিনেশ চান্দিমাল৷ ব্যক্তিগত ৩০ রানে জীবন পাওয়া চান্দিমাল শেষ পর্যন্ত করেছেন ২০৬ রান৷
এই সেঞ্চুরির মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার রেকর্ড। সাঙ্গাকারা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে ১৯২ রান করেছিলেন। যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
তৃতীয় দিনে শতক পাওয়া চান্দিমাল চতুর্থ দিনের শুরু করেন ১১৮ রান নিয়ে৷ এরপর ঠান্ডা মাথায় দলের প্রয়োজনে ব্যাট চালানো চান্দিমাল মিচেল স্টার্কতে তিন বলে তিন বাউন্ডারি মেরে ডাবল শতক পূরণ করেন৷
তার অনবদ্য এই ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ১৮১ ওভারে ৫৫৪ রান তোলে প্রথম ইনিংসে। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ১৯৯২ সালে শ্রীলঙ্কা অজিদের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল।
৫৫৪ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা লিড নিয়েছে ১৯০ রানের। এই টেস্ট বাঁচাতে হলে সফরকারীদের চারটি সেশন ব্যাট করা লাগতে পারে। শ্রীলঙ্কা ভালো বোলিং করলে এই টেস্ট তারা জিতেও যেতে পারে।
বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪টি, মিচেল সোয়েপসন ৩টি ও নাথান লায়ন ২টি উইকেট নেন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: