প্রথম ওয়ানডেতে অনিশ্চিত কোহলি
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ২৩:১৩

নট আউট ডেস্ক: ফর্মে না থাকায় ছন্দের ছিটে ফোঁটাও নেই কোহলির মাঝে৷ কারও মতে প্রয়োজন বিশ্রাম, কারও কাছে দল থেকে৷ সব মিলে খুব একটা স্বস্তিতে নেই এই ব্যাটার৷ ইংল্যান্ডের বিপক্ষে দুই-টোয়েন্টিতে করতে পারেনি রান৷ এবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলা নিয়ে জেগেছে শঙ্কা৷ দল থেকে বাদ নয় ইনজুরির কারন প্রথম ওয়ানডেতে অনিশ্চিত হয়ে পড়েছেন।
কোহলির ইনজুরির বিষয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এক কর্মকর্তা জানিয়েছেন, আগের ম্যাচে কোহলি কুচকিতে চোট পেয়েছিলেন। তবে নিশ্চিত করে জানি না যে তিনি কি ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন নাকি ব্যাটিং করার সময়। যাই হোক, তিনি সম্ভবত আজকের ম্যাচটি খেলছেন না। কারণ, ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার বিশ্রাম প্রয়োজন।’
এমন অবস্থায় কোহলি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। তিনি যেহেতু উইন্ডিজ সফরের দলের অংশ নন, তাই কেউ কেউ বলছে কোহলি বাদ পড়েছেন। কেউ কেউ বলছেন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এদিকে মহামারি করোনাভাইরাসের সতর্কতার কারণে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ম্যানচেস্টার থেকে ওয়েস্ট ইন্ডিজ যাবে ভারত দল।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: