আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সিমন্স
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ২১:১৭

নট আউট ডেস্কঃ উইন্ডিজের সাবেক অধিনায়ক দিনেশ রামদিনের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন লেন্ডন সিমন্স। রামদিনের মত সিমন্সও খেলে যেতে চান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ।
নিজের টুইটার একাউন্টে অবসরের কথা জানিয়ে পোস্ট করেছেন এই ডানহাতি ব্যাটার। সিমন্স লিখেন, তিন সংস্করণ মিলিয়ে ১৪৪ ম্যাচে ৩৭৬৩ রান করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের শেষ টানছি। সুযোগটা দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ।’ ২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন সিমন্স।
২০১৬ সালে কুড়ি ওভারের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনে বড় ভূমিকা রেখেছিলেন সিমন্স। সেমিফাইনালে দলকে জেতাতে ভারতের বিপক্ষে করেন ৫১ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস।
সিমন্সকে নিয়ে তাঁর এজেন্সির ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘আপনার এজেন্সি হিসেবে আমরা আপনাকে কুর্ণিশ করছি, রাজা। আপনি তর্কযোগ্যভাবে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অবমূল্যায়িত ক্রিকেটার। এ কারণে আপনার অবসরের ঘোষণা আমরা সরে দাঁড়ানো হিসেবে মেনে নিচ্ছি এবং আমরা ভুল শুধরে নেব।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: