‘তুমি (কোহলি) যা করেছ, অন্যরা সেসবের স্বপ্নই দেখতে পারে’
প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০৫:৫৫

নট আউট ডেস্কঃ একটা সময় ছিল ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি, মাঠে নামলেই হয়ে যেত রেকর্ড। ততদিনে শতকটাকেও বানিয়ে ফেলেন ডাল-ভাতে। দুর্দান্ত ফর্মে থাকা এই ভারতীয় তারকা হঠাৎ করেই হারিয়েছেন ফর্ম। রানমেশিন কোহলি এখন যেন রান করতেই গেছেন ভুলে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ শতকের মালিক, বিরাট কোহলির সবশেষ শতকটাও এসেছে ২০১৯ সালে। এমনকি ওয়ানডেতে সবশেষে হাফ সেঞ্চুরিটাও পেয়েছিলেন কাগজে কলমে পাক্কা ১৮২ দিন আগে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজেও দুই ম্যাচ খেলে এই ভারতীয় তারকা সর্বসাকুল্যে করেন ৩৩ রান৷ সবমিলিয়ে সময়টা যে একবারেই পক্ষে কথা বলছেনা বিরাটের তা আর বলার অপেক্ষা রাখেনা।
এদিকে বিরাটের এহেন ফর্ম জন্ম দিয়েছে হাজারো সমালোচনার। সাবেক ভারতীয় তারকারা ইতিমধ্যে তুলেছেন প্রশ্ন, কেন ভারতের একাদশে রাখা হচ্ছে বিরাটকে। এতো এতো সমালোচনার মাঝেও বিরাট কোহলি পাচ্ছেন অনেকেরই সমর্থন। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে, পাকিস্তান অধিনায়ক বাবর আজম! সবাই দাঁড়িয়েছেন পাশে। সাবেক পাক পেসার শোয়েব আখতার রীতিমতো ত বিরাটকে তুলে দিয়েছেন অন্য উচ্চতায়। বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান। এটা ক্যান্ডি ক্রাশ নয়। শুধুমাত্র একজন গ্রেট প্লেয়ার এতগুলো শতরান করতে পারে। সাধারণ ক্রিকেটারের পক্ষে সম্ভব নয়। এবার সেই এক পথে হাঁটলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংলিশ তারকা কেভিন পিটারসেন।
বিরাট প্রসঙ্গে সাবেক এই ইংলিশ তারকা করেছেন সোজাসাপ্টা মন্তব্য। কেপির ভাষ্যমতে, বিরাট যা করেছে তা অনেকে কল্পনাতেও ভাবতে পারে না। কোহলিকে সামনের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'তুমি (কোহলি) এগিয়ে যাও! ক্রিকেটে তুমি যা করেছ, লোকে কেবল সেসবের স্বপ্নই দেখতে পারে। আর যারা করেছে তারা এই খেলার সেরা কিছু ক্রিকেটার।'
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: