ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রাহুলের প্রেম পূর্ণতা পাচ্ছে আগামী বছর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ০১:৪৫

কেএল রাহুল ও আথিয়া শেঠি। ছবি সংগৃহীত কেএল রাহুল ও আথিয়া শেঠি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য কেএল রাহুলের প্রেম পূর্ণতা পাচ্ছে আগামী বছরের শুরুতে। ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারী মাসেই অভিনেতা সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিয়ের আসরে বসবেন এই তারকা ক্রিকেটার।  

তিন বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন রাহুল-আথিয়া। ইতমধ্যে তারা দুজনে ভ্রমণ করেছে বেশ কয়েকটি দেশ। তারকা এ জুটির বিয়ের গুঞ্জনের মধ্যে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। তবে তারিখ ও বিয়ের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

২০১৪ সালে টেস্ট দিয়ে ভারতীয় দলে যাত্রা শুরু হয়েছিল রাহুলের। অপরদিকে ২০১৫ সালে ‘হিরো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে আথিয়ার। রাহুল যেমন করে দলকে ম্যাচ জিতিয়েছে বারংবার তেমনি পরবর্তী সময় বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন রাহুলের প্রিয়তমা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷