ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান দলে স্থায়ী দায়িত্ব পাচ্ছেন ইউসুফ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ১৯:৪৭

মোহাম্মদ ইউসুফ। ছবি সংগৃহীত মোহাম্মদ ইউসুফ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভির মতে পাকিস্তান ক্রিকেট দলের স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। প্রতিবেদনে দেখা যায় ইউসুফকে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি। 

অতি শ্রীঘ্রই হাই পারফরম্যান্স সেন্টারের নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছে তারা। সেই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তান।তিনি ইউসুফের সঙ্গে কাজ করবেন এই বিশ্ব আসর জুড়ে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট গভর্নিং বডি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রধান কোচ সাকলাইন মুস্তাকের পরামর্শে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ইউসুফকে।

এরপর আরও বেশ কয়েকটি সিরিজে একই দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। চলতি শ্রীলঙ্কা সিরিজেও ব্যাটিং কোচের ভূমিকায় আছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷