ক্ষমতা থাকলেও দল গঠনে হস্তক্ষেপ করিনিঃ রমিজ রাজা
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৩:৪০

নট আউট ডেস্কঃ আধুনিক ক্রিকেটে পাকিস্তান যেন বড্ড আধুনিক। দলের প্রতিটি সদস্যই নিজের কাজ করছে যথারীতি। দলও পাচ্ছে এর সুফল। শ্রীলংকা সফরের প্রথম টেস্টেই ইতিহাস গড়েছে বাবর আজমের দল। গলে প্রথম ইনিংসে সাবলীল না হলেও দাপুটে জয়ে পিসিবি প্রধান দারুণভাবেই খুশি। স্থানীয় সংবাদ মাধ্যমে এমন জয়ের পর রমিজ রাজা কথা বলেছেন দল গঠন প্রক্রিয়া নিয়ে।
রমিজ রাজা বলেন, দল গঠন বা বাছাইয়ে আমি চাইলে হস্তক্ষেপ করতে পারি। আমার অধিকারও রয়েছে। তবে আমি কখনো এই বিষয়ে হস্তক্ষেপ করিনি।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডের পলিসি ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া রমিজ রাজা আরও বলন,আপনার অধিনায়ক যদি যথেষ্ট শক্ত না হয়, তাহলে আপনার দল উন্নতি করতে পারবে না।’ ।
বর্তমান ক্রিকেটকে অনেকে ফুটবলের মত চালানোর চেষ্ঠা করছেও বলে মন্তব্য করেন রমিজ। রমিজের মতে, ফুটবলে যেমন জাতীয় দলের খেলার চেয়ে ক্লাবের খেলাই বেশি প্রাধান্য পায়, ক্রিকেটেও সেই চেষ্টা করা হচ্ছে। অনেক দেশ এটি করছেও। নিজেদের বাৎসরিক সূচি সাজাতে গেলে খুব শিগগির তারা বুঝতে পারবে তারা কী (ভুল) করেছে।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: