বর্ণবাদ ইস্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই পদত্যাগ বোর্ড সদস্যদের!
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ১৯:৪৩

নট আউট ডেস্ক: ২০২১ সালে স্কটল্যান্ড ক্রিকেটে অভিযোগ উঠেছিল প্রাতিষ্ঠানিক বর্ণবাদের৷ এই অভিযোগে গঠিন তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই দেশটির ক্রিকেট বোর্ডের সকল সদস্য পদত্যাগ করেছেন৷ ২৫ জুলাই (সোমবার) প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে৷
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্কটল্যান্ডের জার্সিতে দুই শতাধিক ম্যাচ খেলা মজিদ শেখ গত বছর স্কাই স্পোর্টসে এই বর্ণবাদের অভিযোগ তোলেন। তাকে সমর্থন দেন তার সতীর্থ কাশিম শেখ। এরপর তদন্ত কমিটি গঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, তদন্তে নাকি স্কটিশ বোর্ডের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগের প্রমাণ পেয়েছে সেই কমিটি। এছাড়া পদত্যাগকারী বোর্ড সদস্যদের বিবৃতিতেও আছে বর্ণবাদের অভিযোগের সত্যতার পরোক্ষ প্রমাণ।
স্কটিশ বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর কাছে পাঠানো সেই পদত্যাগপত্রে লেখা আছে, 'এই প্রতিবেদন থেকে যা আসবে, সেসব কার্যকরী করতে বোর্ড বদ্ধপরিকর ছিল। যারাই ক্রিকেট স্কটল্যান্ডে বর্ণবাদ অথবা যেকোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি।...আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে প্রয়োজনীয় উন্নতির জন্যই আমাদের সরে দাঁড়ানো উচিত।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: