স্মিথকে টপকালেন বাবর, বুমরাহকে শাহিন
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ০৩:৫৯

নট আউট ডেস্কঃ আইসিসির সাদা বলের উভয় ফরম্যাটে, ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সিংহাসন দখল করে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার লাল বলের ক্রিকেটেও সিংহাসন দখলের পথে রয়েছেন এই পাক কাপ্তান। আইসিসির সবশেষ টেস্ট র্যাঙ্কিং হালনাগাদে, ক্যারিয়ার সেরা রেটিংয়ে শীর্ষ তিনে উঠে এসেছেন বাবর।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে বাবর ছিলেন উজ্জ্বল। প্রথম ইনিংসে চাপা পড়া পাকিস্তানের হয়ে একাই লড়াই করেন তিনি। খেলেন ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসেও খেলেন ৫৫ রান ম্যাচ জয়ী ইনিংস। তাতেই আইসিসির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ উঠলেন তিনি। পেছনে ফেলেছেন অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথকে। বর্তমানে পাক অধিনায়ক রয়েছেন তালিকার তিন নম্বরে।
এদিকে যথারীতি টেস্টে শীর্ষস্থান দখল করে রেখেছেন ইংলিশ তারকা জো রুট। এছাড়া দুইয়ে থাকা অজি ব্যাটার মার্নাস ল্যাবুশেনও ধরে রেখেছেন নিজের স্থান। বাবর জায়গা দখল করায় স্মিথ নেমে গেছেন চারে। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। বাবরের মতোই পাক পেসার শাহিন আফ্রিদি উঠে এসেছেন টেবিলের তিনে। পেছনে ফেলেছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। যদিও চোটের কারণে চলমান গল টেস্টে খেলতে পারছেন না শাহিন। এছাড়া শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শীর্ষ পাঁচে একমাত্র স্পিনার হিসেবে দুইয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তালিকার পাঁচে জায়গা হয়েছে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: