রুশোর ‘চার’ রানের আক্ষেপ, সমতা ফেরাল প্রোটিয়ারা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ২০:২১

নট আউট ডেস্কঃ ৬ বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফেরা, রাইলি রুশোর প্রত্যাবর্তন ছিল না মোটেও সুখকর। প্রত্যাবর্তনে ব্যাট হাতে রুশো করেছিলেন ৪ রান, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার হারটা ছিল ৪১ রানের। তবে ছন্দে ফিরতে রুশো সময় নেয়নি খুব একটা। প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা পেরোবার আগেই, খেলে ফেললেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংসটা। তাতেই প্রোটিয়ারা জয় তুলে নিয়েছে দাপট দেখিয়ে। অবশ্য কিঞ্চিৎ মন খারাপ থাকারই কথা রুশোর। দুর্দান্ত ইনিংস খেলেও মাত্র ৪ রানের জন্য বঞ্চিত হয়েছে শতক থেকে।
কার্ডিফে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে সফরকারী দক্ষিণ আফ্রিকা তুলেছিল ২০৭ রান। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনার রিজা হেনড্রিকস। ৫৫ বলে ৯৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে অপরাজিত থাকেন রাইলি রুশো। জবাবে প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে, দলীয় দেড় শ পার করার আগেই গুটিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ৫৮ রানের জয়ে সিরিজে সময়তা ফিরিয়েছে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকা করা ২০৭ রানের পাহাড় টপকাতে নেমে, অধিনায়ক জস বাটলারের ব্যাটে ঝড়ো শুরু করে ইংল্যান্ড। তবে ইনিংস লম্বা করার আগেই সাজঘরে ফিরেন ইংলিশ অধিনায়ক। ১ চার ও ৩ ছক্কায় ১৪ বলে ২৯ রান করেন বাটলার। এরপর দলীয় পঞ্চাশ পার করার আগে ফিরেন ডেভিড মালানও। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ওপেনার জেসন রয় ও মঈন আলী।
২০ রান করা রয়ের বিদায়ের পর, ২৮ রানে ফিরেন মঈন। স্যাম কারানও এদিন ব্যাট হাতে পার করতে পারেনি সিঙ্গেল ডিজিটের ঘর। এরপর জনি বেয়ারেস্টো ও লিয়াম লিভিংস্টোন মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও লাভ হয়নি তাতে। ফিকোয়া-শামসিদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতেই ১৪৯ রানে গুটিয়ে যায় তারা। জনি বেয়ারেস্টো করেন ইনিংস সর্বোচ্চ ৩০ রান। লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ১৮ রান।
৫৮ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নেন আন্দিলে ফিকোয়া ও তাবরেজ শামসি। লুঙ্গি এনগিদির শিকার দুই উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ১০ চার ও ৫ ছক্কায় ৫৫ বলে ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলেন রাইলি রুশো। এছাড়া ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৫৩ রান আসে রিজা হেনড্রিকসের ব্যাট থেকে।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: