ভারতের ভালো ওপেনার ও মিডল অর্ডার ব্যাটার নেই: রশিদ
প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ২২:৪৮

নট আউট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলে ভালোমানের ওপেনার ও মিড অর্ডার ব্যাটার নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এছাড়াও বারবার অধিনায়ক বদলে ভারত ভুল করছেও বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচনার প্রসঙ্গ নেতৃত্ব বদল। গত সাত মাসে দলটিকে নেতৃত্ব দিয়েছেন সাতজন ভিন্ন ক্রিকেটার। এমন ধারা চলতে থাকলে খুব একটা ভালো কিছু হবে না বলে বিশ্বাস করে অনেকে।
আরও পড়ুনঃ প্রশান্তি নাকি হতাশা
রশিদের মতে, তার দেশের পথেই হাঁটছে ভারত। তাদের উচিত সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক খুঁজে বের করা। যারা একটানা নেতৃত্ব দিয়ে যাবে। নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেছেন, 'সবাই তো বিকল্পের কথা বলে। তবে এখন ভারতের হাতে ৭ জন বিকল্প অধিনায়ক আছে। এই প্রথম ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা দেখছি। বিরাট কোহলি, লোকেশ রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ অধিনায়ক হয়েছে। নব্বই এর দশকে পাকিস্তান যে ভুল করেছিল, ভারত এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছে। '
লতিফের মনে করেন, বার বার অধিনায়ক বদল করতে গিয়ে ভারতের অন্যান্য সমস্যাগুলোর দিকে নজর দিচ্ছে না। তার ভাষায়, 'ভারত এখনও ভালো ওপেনার খুঁজে পায়নি। ভালো মিড অর্ডার ব্যাটার নেই। তারা শুধু নতুন নতুন অধিনায়ক বানাচ্ছে, যারা কেউ ধারাবাহিকভাবে ভালো খেলছে না। লোকেশ রাহুল এখন ফিট নয়। রোহিত আগে ফিট ছিল না। কোহলি মানসিকভাবে আনফিট। তাই অধিনায়কত্ব বদল নিয়ে তাদের এখন ভাবা উচিত। ভারতের এখন সৌরভ, ধোনি বা কোহলির মতো অধিনায়ক প্রয়োজন। '
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: