ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

চাপ কমাতে ক্রিকেটারদের বিগ ব্যাশ খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ আগস্ট ২০২২ ১৯:১২

পাকিস্তান ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত পাকিস্তান ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বিগ ব্যাশের এবারের আসরে খেলার জন্য নিজ বোর্ড কর্তৃক অনুমতি পাচ্ছে না পাক ক্রিকেটাররা৷ গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে৷ এছাড়াও সংযুক্ত আরব আমিরাত লিগেও অনুমতি পাওয়ার সম্ভাবনা খুবই কম৷ ক্রিকেটারদের উপর অতিরিক্ত খেলার চাপ কমাতেই মূলত এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে৷

চুক্তিতে থাকা খেলোয়াড়দের মত চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও মিলছে না অনুমতি৷ তবে তা কি কারনে সেটি পরিস্কার করে জানানো হয়নি৷

অনুমতি না পাওয়া প্রসঙ্গে ধারনা করা হচ্ছে যেহেতু ক্রিকেটাররা বেশি সময় ফ্রি থাকবে না সেহেতু নিজ দেশের লিগ খেলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে বোর্ড৷ এছাড়াও বিদেশি লিগ খেলতে না দিলেও ক্রিকেটারদের ক্ষতিপূরণ দিবে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷

অবশ্য ইতোমধ্যে বিগ ব্যাশের ড্রাফটের জন্য ৯৮ জন বিদেশি খেলোয়াড়দের তালিকায় একজনও নেই পাকিস্তানের। ধারনা করা হচ্ছে শেষ সময়ে তারা ড্রাফটের জন্য নাম নিবন্ধন করবেন। অন্যদিকে আইএল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটাররাই খেলবেন বলেই শোনা যাচ্ছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷