ওয়ানডে সংস্করণকে একঘেয়ে বললেন ইংলিশ অলরাউন্ডার
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ২২:২৪

নট আউট ডেস্ক: ওয়ানডে ক্রিকেট নিয়ে আলোচনা যেন থামছেই না৷ সাবেক থেকে বর্তমান অনেকেই জানিয়েছেন এই সংস্করণ নিয়ে নিয়ে চিন্তা-ভাবনা৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের মঈন আলি৷ এই অলরাউন্ডারের মতে ওয়ানডে হলো একঘেয়ে ফরমম্যাট৷
মঈন বলেন, ‘আমার মতে, কিছু একটা করতে হবে। আমি ভয় পাচ্ছি কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। কারণ এটি লম্বা ও একঘেয়ে একটি ফরম্যাট। আপনার এখন টি-টোয়েন্টি আছে, দারুণ জমজমাট সব টেস্ট ম্যাচ আছে। সেখানে ওয়ানডে পড়ে আছে মাঝামাঝিতে। এই মুহূর্তে ওয়ানডেকে কোনো গুরুত্বই দেওয়া হয় না।
তিনি আরও বলেন, ‘তরুণ বয়সে আমি ইংল্যান্ডের হয়ে খেলার সময় কোনো বিশ্রাম মেনে নিতে পারতাম না। কিন্তু এখন এটি যুক্তিযুক্ত ব্যাপার নয়। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইলে কিছু টেস্ট বা ওয়ানডে ম্যাচ মিস করতেই হবে।’
সময়ের ব্যবধানে জনপ্রিয় হয়ে উঠছে কুড়ি ওভারের ক্রিকেট৷ এই সংস্করণে খেলার সু়যোগ কেউ ছেড়ে দেওয়ার চিন্তা করতেই পারছে না৷ স্বল্প সময়ে বেশি টাকা আয়ের পথও এটি৷ তবে শঙ্কা থাকলেও ক্রিকেটের কোন সংস্করণ বাদ যাওয়ার সম্ভাবনা নেই৷
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: