ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কিউই ক্রিকেটের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ টেইলরের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৩:৫৫

রস টেইলর৷ ছবি সংগৃহীত রস টেইলর৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: গত এপ্রিলে অবসর নেওয়া কিংবদন্তি রস টেইলর বর্ণবাদের অভিযোগ তুলেছেন৷ নিউজিল্যান্ড ক্রিকেটকে ‘বর্ণবাদী’ অ্যাখ্যা দিয়েছেন তিনি৷

টেইলর বলেছেন, ‘ক্যারিয়ারের অধিকাংশ সময়ই বাদামি রঙয়ের কারণে আমাকে ভিন্নভাবে দেখা হয়েছে। এখানে ক্রিকেট বলতে গেলে হোয়াইটদের খেলা। যে কারণে পলিনেশিয়ানদের ক্রিকেটে প্রতিনিধিত্ব কম। রঙয়ের কারণে আমাকে অনেক সময় মাউরি বা ইন্ডিয়ান মনে করা হতো।’

রস টেইলরের এক লেখায় উঠে এসেছে বর্ণবাদের অভিযোগ৷ যা প্রকাশ পেয়েছে নিউজিল্যান্ড হেরাল্ডে৷ টেইলর লিখেছেন, তাকে নিয়ে ড্রেসিংরুমে নানাভাবে বিদ্রুপ করা হতো৷ তার ভালো দিকগুলো বাবার কাছ থেকে এসেছে নাকি মায়ের কাছ থেকে সেটি নিয়েও প্রশ্ন করা হতো৷ অন্যরাও তার নৃ গোষ্ঠীগত পরিচয় নিয়ে প্রশ্ন করেছে।


রস টেইলর বলেছেন, ‘বর্ণ বা নৃ গোষ্ঠী নিয়ে খোটা দেওয়া হলেও হোয়াইটরা সেটাকে আড্ডা বা মজা হিসেবে দেখে। কেউ ওই বিদ্রুপের প্রতিবাদ করেন না। বিষয়টি শুধরেও দেন না। হোয়াইটরা ওই মন্তব্য স্বাভাবিকভাবে নেন। এসব নিয়ে আবার প্রশ্নও তোলা যায় না। কারণ কেউ প্রশ্ন তুললে বা বর্ণবাদের প্রতিবাদ করলে পরোক্ষভাবে বলা হয় যে, নৃ গোষ্ঠীর কোটায় খেলছে।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷