ক্রিকেটারদের 'হানড্রেড' টুর্নামেন্ট খেলাতে অ্যাশেজ সূচিতে পরিবর্তন চাচ্ছে ইসিবি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৪:৪৬

নট আউট ডেস্ক: বিশ্ব ক্রিকেটে বিশেষ করে সাদা পোষাকের ফরম্যাটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ রূপ নেয় ভিন্ন মাত্রায়৷ মর্যাদা রক্ষায় দুই দলের আপ্রাণ প্রচেষ্টা প্রশান্তি জোগায় অসংখ্য ক্রিকেট প্রেমীর মাঝে৷ আগামী বছরের সিরিজের সূচিতে পরিবর্তন আনার চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড৷ মূলত নিজেদের আয়োজিত 'হানড্রেড' লিগে ইংলিশ ক্রিকেটারদের যত বেশি সম্ভব অংশ নেওয়ার পক্ষে (ইসিবি)।
অ্যাশেজ সিরিজের সূচিতে পরিবর্তনের জন্য প্রয়োজন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের রাজি হওয়া৷ ইংলিশ গণমাধ্যমগুলো বলছে রাজি না হওয়ার কারন আপাতত নেই৷
ঠাসা আন্তর্জাতিক সূচির জন্য বিশ্রামে জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস৷ টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে খেলছে না ১০০ বলের ক্রিকেট৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে আছে অস্ট্রেলিয়া। সেটি অনুষ্ঠিত হওয়ার কথা জুনের শুরুতে। অ্যাশেজ যদি এরপর শুরু হয়, তাহলে সেই টেস্ট দিয়ে আশেজের প্রস্তুতি সেরে নিতে পারবে অস্ট্রেলিয়া। অ্যাশেজের পাঁচটি টেস্ট অনুষ্ঠিত হবে পরের সাত সপ্তাহের মধ্যে। অ্যাশেজের আগে ইংল্যান্ডের আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: