আত্মবিশ্বাসে বাইশ গজে সফল বাবর
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ১৮:৩৯

নট আউট ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বে বাবর আজম অনবদ্য একজন ক্রিকেটার৷ তিন সংস্করণেই ধারাবাহিকভাবে কার্যকর ভূমিকা রাখছেন দলের প্রয়োজনে৷ প্রতিপক্ষ এবং কন্ডিশন যতই কঠিন হোক তিনি সাবলীলভাবে রান তুলছেন বাইশ গজে৷ সফলতার এমন কারন আত্মবিশ্বাস বলে মনে করেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধানে৷
জয়াবরধনে মনে করেন, সাদা বল কিংবা লাল বল সব ফরম্যাটেই বেশ আত্মবিশ্বাসী থাকেন বাবর। আর এটাই তার সফল হওয়ার পেছনে বড় কারণ। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার বলেন, 'সে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট যাই খেলুক না কেন, কোনো সময় বিচলিত হন না। সে দারুণভাবে নিজেকে মানিয়ে নেয়।'
বর্তমানে ক্রিকেটের রঙিন পোষাকে এক নম্বর ব্যাটার বাবর আজম৷ সাদা পোষাকে বর্তমানে তিন নম্বরে থাকা বাবরের সেরা হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন জয়াবর্ধানে৷
জয়াবর্ধানে বলেন, বলেন, 'আমি বলবো, বাবর আজমের একটা সুযোগ আছে (টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার হওয়ার)। সে তিন ফরম্যাটেই ধারাবাহিক এবং এটা তার র্যাঙ্কিংয়েই লক্ষ্য করা যায়। সে স্বাভাবিকভাবেই একজন প্রতিভাবান খেলোয়াড়। সে সব কন্ডিশনেই (ভালো) খেলে এবং নিজেকে মানিয়ে নিতে পারে।
পাকিস্তান কাপ্তান বাবর হয়ে উঠেছেন রান মেশিন৷ টানা বিশ্বকাপ জেতানোর স্বপ্ন বুনেছেন ক্যারিয়ারের মধুর সময়ে৷ পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতেও খুব বেশি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে না এই ব্যাটারকে৷
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: