ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আমি চুপ থাকবো!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ০০:২৮

আন্দ্রে রাসেল৷ ছবি সংগৃহীত আন্দ্রে রাসেল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল গোছাতে গিয়ে খেলোয়াড় সংকটে পড়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড৷ সিনিয়রদের না পেয়েছে আক্ষেপ করে মন্তব্য করেছেন দলটির হেড কোচ সিনন্স৷ এবার সেই মন্তব্যের উত্তর দিয়েছে আন্দ্রে রাসেল৷

ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ক্রিকইনফোর করা এমন সংবাদের কিছু অংশ ও তার মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জানতাম এমন কিছু ঘটতে চলেছে। কিন্তু আমি চুপ থাকবো।

কোচ সিমন্স বলেছিলেন, ‘এটা কষ্ট দেয়। আমাদের আর কিছু করার নেই। আপনি কী করতে পারেন? আমি মনে করি না খেলোয়াড়দের দ্বারে দ্বারে গিয়ে তাদের দেশের হয়ে খেলার জন্য ভিক্ষা চাইবো। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফাঁকা থাকতে হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে উইন্ডিজ খেলোয়াড়দের চাহিদা আকাশ চুম্বী৷ তারকা ক্রিকেটাররা অনেক সময় খেলেন না জাতীয় দলের হয়ে৷ টি-টোয়েন্টিতে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ হারলো দলটি৷ এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরেছে প্রথম টি-টোয়েন্টিতে৷ সব মিলে খারাপ সময়ে যাচ্ছে দেশটির ক্রিকেট৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷