মাশরাফিদের বিশ্ব একাদশের অধিনায়ক মরগ্যান
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ০৩:৫৮

নট আউট ডেস্ক: লিজেন্ডস লিগের জনমত গঠনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক তারকাদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে হতে যাওয়া এই ম্যাচের দুই দলের স্কোয়াড প্রকাশ করা হয়েছে৷
প্রকাশিত স্কোয়াডে দেখা যায় ইন্ডিয়া মহারাজা দলের নেতৃত্বে থাকছেন ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ৷ অপরদিকে ওয়ার্ল্ড জায়ান্টস দলকে নেতৃত্ব দিবেন ইয়ন মরগ্যান৷ মূলত ভারতীয় সাবেকদের নিয়ে গঠন করা হয়েছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বের দলটি এবং অন্যান্য দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে মরগ্যানের দল৷
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও থাকছেন এই ম্যাচে৷ তিনি একমাত্র বাংলাদেশী হিসেবে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে খেলবেন৷
টুর্নামেন্টের কমিশনার রবি শাস্ত্রী বলেন, “গর্বের বিষয় যে আমরা স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন করছি। এইবারের আসরকে আমরা স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আয়োজন করছি।”
ইন্ডিয়া মহারাজাস স্কোয়াডঃ
সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, স্টুয়ার্ট বিনি, শ্রীশান্থ, হরভজন সিং, নামান ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, রুদ্র প্রতাপ সিং, যোগিন্দর সিং, রতিন্দার সিং সোধি।
ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াডঃ
ইয়ান মরগান (অধিনায়), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া, ম্যাট প্রিয়র, নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইড, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মর্তুজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন, দীনেশ রামদিন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: