ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই মালিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ১৭:২৩

শোয়েব মালিক৷ ছবি সংগৃহীত শোয়েব মালিক৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকরী ব্যাটার হিসেবে এখনও কদর রয়েছে পাকিস্তান তারকা শোয়েব মালিকের৷ যদিও বয়স পেরিয়ে গেছে ৪০৷ তবে আগামী অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্কানের ভাবনায় নেই মালিক৷ এছাড়া চলতি এশিয়া কাপেও জায়গা হয়নি দলে৷

গেল কুড়ি ওভারের বিশ্বকাপেও প্রথমে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের৷ তবে পরবর্তীতে দলে যোগ করা হয়েছি৷ সে আসরে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাট হাতে৷

বিশ্বকাপ শেষে পাকিস্তান সুপার লিগেও দারুণ ছন্দে ছিলেন৷ মালিককে ছাড়া পরিকল্পনা প্রসঙ্গে অধিনায়ক বাবর বলেন, , ‘নেদারল্যান্ডস সফরের পরপরই খেলা রয়েছে, তাই পরিবর্তনের সম্ভাবনা কম। সিনিয়র খেলোয়াড়রা দল ছাড়ার পর যারা স্কোয়াডে ঢোকে, তখন তাদের ওপর মনোযোগ দিতে হয়। মোহাম্মদ হাফিজ ও মালিক দুজনই অনেক বড় মাপের খেলোয়াড় এবং আমরা তাদের অনেক মিস করব ‘

তিনি আরও যোগ করেন, ‘আসিফ আলি, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদদের তাদের অভাব পূরণ করতে হবে। আমরা তাদের প্রচুর ম্যাচ খেলাতে এবং আত্মবিশ্বাস দিতে চাই। আর এই খেলোয়াড়রা পারফর্মও করেছে।’

গত বছরের শেষের দিকে বাংলাদেশের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মালিক৷ এরপরে আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷