ভারতকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে চায় জিম্বাবুয়ে
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২ ০৭:৪৩

নট আউট ডেস্ক: ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে মুখিয়ে আছে জিম্বাবুয়ে ক্রিকেট দল৷ বছর ছয়েক পর দেশটিতে সফর করছে ভারত৷ জিম্বাবুয়ের কোচের মতে, জিম্বাবুয়েকে হালকাভাবে নিলে মূল্য দিতে হবে সফরকারীদের৷
দলটির কোচ ডেভ হাউটন বলেন, ‘ছেলেদের বলেছি ভারতের সফর আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে ভাল রান করতে পারলে বা ভাল ফল করতে পারলে আমাদেরই লাভ। আমরা শুধু ম্যাচ খেলার সংখ্যা বাড়াতে বা কাছ থেকে ভারতের খেলা দেখতে চাই না। ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আমরা। আমার বিশ্বাস তিনটে ম্যাচেই ছেলেরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে।’’
তিনি আরও যোগ করেন, গত কয়েক বছরে ভারতীয় দলের প্রচুর খেলা দেখেছি। আইপিএলও দেখেছি। আমরা জানি ভারত একটা-দু’টো নয়, চারটে দল তৈরি করতে পারে। ওরা যে দলই জিম্বাবোয়েতে পাঠাক সেটা শক্তিশালী এবং অভিজ্ঞ। ওরা প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলে। সন্দেহ নেই আমাদের কাজ কঠিন।
ভারতের বিপক্ষে শক্তিমত্তার বিচারে হারানোর কিছু নেই স্বাগতিকদের৷ তবে অঘটন ঘটাতে পারলে লাভ দেশটির ক্রিকেটের৷ এ সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হওয়াতে দুই দলের কাছে গুরুত্ব রয়েছে সমানভাবেই৷
চলতি মাসের ১৮ তারিখে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ভারতীয় ক্রিকেট দল৷ সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ অগাস্ট৷
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: