ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

চোটে ক্যারিবীয় সফর শেষ ম্যাট হেনরির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০২:৪১

পাঁজরের চোটে ছিটকে গেলেন হেনরি। ফাইল ছবি পাঁজরের চোটে ছিটকে গেলেন হেনরি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পাঁজরের চোটে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরি। তার জায়গায় আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন বেন সিয়ার্স। এক বিবৃতিতে হেনরির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

গত সপ্তাহে অনুশীলনে পাঁজরে ব্যাথা অনুভব করেন হেনরি। এরপর এই পেসাররকে রাখা হয় মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে৷ তবে অবস্থার উন্নতি না হওয়ায়, এবার ছিটকেই গেলেন পুরো সফর থেকে। এর আগে চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দর্শক হয়েই থাকতে হয়েছে হেনরিকে।

তবে হেনরির চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজের জন্যই, দেশে ফিরে পুর্নবাসনে থাকবেন এই পেসার 

গ্যারি স্টেড বলেন, ‘ম্যাটের (হেনরি) চোট খুব গুরুতর নয়৷ সর্তকতা অবলম্বন করতেই তাকে দেশে পাঠানো হচ্ছে। সফরের মাঝখানে তার (ম্যাট হেনরি) ছিটকে যাওয়াটা অবশ্যই হতাশার। দেশে ফিরে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে ম্যাট।’

এদিকে নিউজিল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেললেও, বেন সিয়ার্সের অভিষেক হয়নি ওয়ানডে ক্রিকেটে। তাই এই গতি তারকাকে নিয়ে ও বেশ উচ্ছ্বসিত কিউই কোচ৷ স্টেডের বিশ্বাস সিয়ার্সের গতি আর দক্ষতা কাজে দিবে এই ক্যারিবীয় সফরে।

নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, মিচেল স্যান্টনার, ইশ সোধি এবং টিম সাউদি।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷