শেষটায় উইন্ডিজের দাপট, এড়াল ধবলধোলাই
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২০:৩১

নট আউট ডেস্কঃ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতায়, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সফরকারী নিউজিল্যান্ডের জন্য হয়ে দাঁড়ায় কেবল নিয়মরক্ষার। অন্যদিকে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের জন্য। এমন সমীকরণের ম্যাচে জ্যামাইকাতে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে স্বাগতিকরা৷ জয়টাও এসেছে তাই দুর্দান্ত।
এদিন আগে ব্যাট করে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের ১৪৫ রানেই আটকে দেয় ক্যারিবীয়রা। জবাবে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শামরাহ ব্রুকসের শতাধিক রানের জোটে ৮ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ শেষ করল স্বাগতিকরা।
কিউইদের মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে, দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শামরাহ ব্রুকসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় উইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই এই দু'জন গড়ে দেন জয়ের ভিত। তাতেই জয়টা সহজ হয়ে যায় ক্যারিবিয়ানদের জন্য। হাফ সেঞ্চুরি তুলে নেন ব্রেন্ডন কিং। দলীয় ১০২ রানের মাথায় এই ওপেনারের বিদায়ে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জোট৷ তাকে ফেরান টিম সাউদি।
৪ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন কিং। এরপর ডেভন থমাসকে ফেরান ইশ সোধি। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন শামরাহ ব্রুকস ও রভম্যান পাওয়েল। এই দুজনের ব্যাটে চড়েই ১ ওভার হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ব্রুকস খেলেন ৫৯ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস (৩ চার ও ২ ছক্কা)। ২টি করে চার ও ছক্কায় ১৫ বলে ২৭ রান আসে পাওয়েলের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন গ্লেন ফিলিপস। অধিনায়ক কেন উইলিয়ামসন খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। এছাড়া ২১ রান আসে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি উইকেট নেন ওডিয়ান স্মিথ। আকিল হোসেন নেন ২টি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: