ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ইসলামের আদেশ মেনে চলায় জোড় দিচ্ছেন রিজওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ২০:১০

নামাজরত মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত নামাজরত মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পুরো ক্রিকেট দুনিয়াকে যদি একটি পরিবার হিসেবে কল্পনা করা হয় তাহলে খুব একটা মন্দ হবে না। সেই পরিবারে যে কয়েকজন সদস্য ধর্মভীরু তাদের একজন উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।  

পাকিস্তানের এই উইকেট রক্ষক ব্যাটার নিজ ধর্মের প্রতি খুবই সচেতন। এবার সকলকে আহ্বান জানালেন ইসলামের আদেশ মেনে চলার। 

রিজওয়ান মনে করেন, ইসলামিক অনুশাসন একজন মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। আত্মসমালোচনা করতে শেখায়, ভালোভাবে বাঁচার পথ বাতলে দেয়। তাই তো শান্তির জন্য ইসলাম মানার প্রতি জোর দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি আয়োজিক এক অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, এমএনএ এবং এমপিএদের দিকে তাকানোর পরিবর্তে আমরা নিজেরা কী করছি তা দেখা উচিত। জনগণকে পাকিস্তানের প্রতি আন্তরিক হতে হবে এবং এরপর অন্যদের নিয়ে প্রশ্ন করতে হবে।’

 

সবশেষ কুড়ি ওভারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠেই নামাজ পড়েছিলেন রিজওয়ান। যা অল্প সময়ে ভাইরাল হয়ে গিয়েছিল। স্বদেশ থেকে ভিন্ন দেশের মানুষও তার প্রশংসা করেছিল। অনুষ্ঠানে সেদিনের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিলাম, তখন পাকিস্তানের ক্রিকেটভক্তরা অপরিসীম-অপ্রত্যাশিত স্তরের ভালবাসা দেখিযয়েছে। ভারতের বিপক্ষে আমার ক্যারিয়ারের প্রথম ম্যাচ ছিল। আমার কাছে বাকি দশটা ম্যাচের মতোই মনে হয়েছে। আমি দেশের মানুষের কাছ থেকে এত সম্মান এবং প্রশংসা পেয়েছি যা ভাষায় বর্ণনা করা যাবে না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷