ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অবসরের ঘোষণা আইরিশ কিংবদন্তি কেভিন ও'ব্রায়েনের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ০২:১৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কেভিন ও'ব্রায়েনের৷ ফাইল ছবি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কেভিন ও'ব্রায়েনের৷ ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি আইরিশ অলরাউন্ডার কেভিন ও'ব্রায়েন। আজ (মঙ্গলবার) টুইটারে এক বিবৃতিতে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। আয়ারল্যান্ড ক্রিকেটের অনেক উত্থান পতনের সঙ্গী ছিলেন এই ‘রুপকথার নায়ক’। তবে অনেকটা আক্ষেপ নিয়েই দিয়েছেন অবসরের ঘোষণা। 

২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা কেভিন ও'ব্রায়েন ছিলেন দলের অপরিহার্য অংশ। বড় মঞ্চে তার হাত ধরেই আইরিশরা পেয়েছে বড় সব সাফল্য। ছিলেন আইরিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টির বিশ্ব আসরে খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন কেভিন। তবে বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগেই জানিয়েছেন বিদায়। বিদায়ী বার্তায় জানিয়েছিয়েন সেই কারণটা। 

গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে ব্রাত্য ছিলেন কেভিন ও'ব্রায়েন। তাই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ভাবনাতে না থাকায়, ৩৮ বছর বয়সী কেভিন দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে, আয়ারল্যান্ডের জার্সিতে কেভিন ও'ব্রায়েন খেলেছেন ৩টি টেস্ট। এছাড়া ১৫৩টি ওয়ানডের পাশাপাশি খেলেছেন ১১০টি টি-টোয়েন্টি। সাদা পোশাকের ক্রিকেটে ঝুলিতে রয়েছে ২৫৮ রান৷ এছাড়া ওয়ানডে করেছেন সাড়ে তিন হাজারের বেশি৷ বল হাতেও এই ফরম্যাটে নিয়েছে একশ'র বেশি উইকেট। টি-টোয়েন্টিতে প্রায় দুই হাজার রানের পাশাপাশি নিয়েছেন ৫৮টি উইকেট। 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷