রান বন্যার ম্যাচে তরী ডুবল ডাচদের
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ০৯:৩৪

নট আউট ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটায়, স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে রান উৎসব করেও জয় পেতে বেগ পেতে হয়েছে পাকিস্তানকে৷ এদিন আগে ব্যাট করে ৩১৫ রানের পাহাড় গড়ে সফরকারীরা। জবাবে তিন খানা পঞ্চাশ ও পারেনি ডাচদের হার এড়াতে। থেমেছে জয় থেকে ১৭ রান দূরে থাকতে।
এদিন টস জিতে আগে ব্যাট করে ফখর জামানের সেঞ্চুরি, কাপ্তান বাবর আজমের হাফ সেঞ্চুরি ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে! নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে বিক্রমজিৎ সিং, টম কুপার ও এডওয়াডর্সের হাফ সেঞ্চুরির পরও ২৯৮ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। ফলে ১৬ রানের কষ্টার্জিত জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
রাটারডামে এদিন টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে ওপেনার ইমাম-উল-হক কাপ্তানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে সাজঘরে ফিরেন ইনিংসের শুরুতেই। ভিভিয়ান কিংমা'র শিকার হয়ে ফিরেন ব্যাক্তিগত ২ রান করে৷ এরপর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন যোগ করেন ১৬৮ রান।
দুজনের অবিচ্ছিন্ন দেড় শ রানের জোট পাকিস্তানকে পাইয়ে দেয় বড় সংগ্রহের ভিত। হাফ সেঞ্চুরি তুলে নেন দু'জনই। ৮৫ বলে ৭৪ রান (৬ চার ও ১ ছক্কা) করা বাবরকে ফেরান টম কুপার। এরপর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। তবে শতকের পর খুব একটা লম্বা হয়নি এই ওপেনারের ইনিংস। ব্যাক্তিগত ১০৯ রানের মাথায় রান আউটে কাটা পড়েন ফখর। এরপর রিজওয়ানের ইনিংসও স্থায়ী হয়নি বেশিক্ষণ। ফিরেন ব্যাক্তিগত ১৪ রানে।
শেষ দিকে নেমেই রীতিমতো ঝড় তোলেন শাদাব খান। তাতেই রান পাহাড়ে চড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। ৪ চার ও ২ ছক্কায় ২৮ বল্র আনবিটেন ৪৮ রানের ইনিংস খেলেন শাদাব খান। ৩ চারে ১৬ বলে ২৭ রান করেন আগা সালমান। নেদারল্যান্ডসের পক্ষে ২টি করে উইকেট নেন ভেন বিক ও ডি লিড।
জবাবে দিতে নেমে শুরুতেই অভিষিক্ত নাসিম শাহ ফেরান, ডাচ ওপেনার ম্যাক্স ও'ডিড কে। এরপর ওয়েসলি বেরেসিকে ফেরান হ্যারিস রউফ। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার বিক্রমজিৎ সিং ও ডি লিড। তবে দলীয় পঞ্চাশ পার করতেই ব্যাক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরেন ডি লিড।
চর্তুথ উইকেট জুটিতে টম কুপারকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন বিক্রমজিৎ। তাতেই শুরুর বিপর্যয় কাটায় নেদারল্যান্ডস। হাফ সেঞ্চুরি তুলে নেন বিক্রমজিৎ ও টম কুপার দু'জনই। ৬৫ রান করা কুপারকে ফিরিয়ে মোহাম্মদ নওয়াজ দেন ডাচ শিবিরে ধাক্কা। ৫ রানের ব্যবধানে ৬৫ রান করা বিক্রমজিৎকে ফেরান হ্যারিস রউফ। দুই সেট ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় নেদারল্যান্ডস।
শেষ দিকে কাপ্তান স্কুট এডওয়ার্ডস লড়াই চালান একাই। তাকে যোগ্য সঙ্গ দেন ভেন বিক। এই দু'জনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে ডাচরা। তবে ২৮ রান বিকের বিদায়ে, হাফ সেঞ্চুরি তুলেও একা আর পেরে উঠেনি এডওয়ার্ডস। শেষ পর্যন্ত স্বাগতিকরা থামে ৮ উইকেটে ২৯৮ রানে। ৬ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন হ্যারিস রউফ ও নাসিম শাহ।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: