ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ছিটকে গেলেন হেটমায়ার, সাত বছর পর ওয়ানডে দলে ব্ল্যাকউড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০০:১৫

জার্মেইন ব্ল্যাকউড৷ ছবি সংগৃহীত জার্মেইন ব্ল্যাকউড৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে ডাক পেয়েছিলেন শিমরন হেটমায়ার৷ ইনজুরির কারনে গত দশ মাস খেলা হয়নি জাতীয় দলে৷ অপেক্ষার প্রহর শেষ হয়েও হলো না৷ পারিবারিক কারনে এখনই মাঠে নামা হচ্ছে না এই বামহাতি ব্যাটারের৷ ফলে ছিটকে গেছেন দল থেকে৷

অপরদিকে প্রায় ৭ বছর পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন জার্মেইন ব্ল্যাকউড৷ ব্লাকউড সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে৷


হেটমায়ারের সঙ্গে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থেকে ছিটকে গেলেন কিমো পল এবং ‍গুডাকেশ মোতি। তিন ক্রিকেটার ছিটকে গেলেও বিকল্প হিসেবে দুজনকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জার্মেইন ব্ল্যাকউড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার এবং ইয়ানিক কারাইয়াহ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷