ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নতুন এফটিপিতে পাকিস্তানের যত খেলা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ১১:৫০

পাকিস্তান দল। ফাইল ছবি পাকিস্তান দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গতকাল (বুধবার) প্রকাশ পেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) আগামী চার বছরের (২০২৩-২০২৭) জন্য ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি)। যেখানে পূর্ণ শক্তির ১২ দল আগামী ৪ বছরের সার্কেলে খেলবে সবমিলিয়ে ৭৭৭ ম্যাচ। এই সময়ের মধ্যে টেস্ট খেলুড়ে ১২ দল খেলবে ১৭৩টি টেস্ট, ২৮১ ওয়ানডে ও সর্বোচ্চ ৩২৩টি টি-টোয়েন্টি। 

যার মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে আগামী চার বছরে সবচেয়ে বেশি ১৫০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া নতুন এফটিপি অনুযায়ী ১৪৭টি ম্যাচ খেলবে উইন্ডিজ। এই সময়ে ইংল্যান্ড ১৪২, ভারত ১৪১, নিউজিল্যান্ড ১৩৫, অস্ট্রেলিয়া ১৩২, শ্রীলঙ্কা ১৩১, পাকিস্তান ১৩০, আফগানিস্তান ১২৩, দক্ষিণ আফ্রিকা ১১৩, আয়ারল্যান্ড ১১০ ও জিম্বাবুয়ে খেলবে ১০৯টি ম্যাচ।

নতুন এফটিপি অনুযায়ী পাকিস্তান ২৭টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৫৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পাবে। এই সময়ে টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে ১০ দলের সঙ্গে মুখোমুখি হবে পাকিস্তান। এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের আগামী চার বছরের সূচি:

২০২৩-২৪ মৌসুম –

জুলাই: শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট।

আগস্ট: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সেপ্টেম্বর: ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ ২০২২ (আয়োজক পাকিস্তান)। 

অক্টোবর/নভেম্বর: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২২ (আয়োজক ভারত)।

ডিসেম্বর/জানুয়ারি : তিন টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান।

ফেব্রুয়ারি/মার্চ: উইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। 

মে: নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

জুন: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৩ (আয়োজক যুক্তরাষ্ট্র/উইন্ডিজ)।

 

২০২৪-২৫ মৌসুম –

আগস্ট: বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট।

অক্টোবর: ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট।

নভেম্বর: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

নভেম্বর/ডিসেম্বর: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

ডিসেম্বর/জানুয়ারি: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি পূর্ণাঙ্গ সিরিজ।

জানুয়ারি: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। 

ফেব্রুয়ারি/মার্চ: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (আয়োজক পাকিস্তান)। 

মে: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

 

২০২৫-২৬ মৌসুম –

জুলাই/আগস্ট: উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

আগস্ট: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

আগস্ট/সেপ্টেম্বর: এশিয়া কাপ ২০২৫ (টি-২০ ফরম্যাট)।

সেপ্টেম্বর/অক্টোবর: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

অক্টোবর/নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি পূর্ণাঙ্গ সিরিজ। 

নভেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি। 

ফেব্রুয়ারি/মার্চ: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (আয়োজক ভারত/শ্রীলঙ্কা)। 

মার্চ: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

মার্চ/এপ্রিল: বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি পূর্ণাঙ্গ সিরিজ। 

এপ্রিল/মে: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

২০২৬-২৭ মৌসুম –

জুলাই/আগস্ট: উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট। 

আগস্ট/সেপ্টেম্বর: ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট।

অক্টোবর: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

অক্টোবর/নভেম্বর: ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ (ওয়ানডে)। 

নভেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট।

মার্চ: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট। 

 

*তথ্যসূত্র: আইসিসি/পিসিবি

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷