বাবর-রিজওয়ানে নির্ভর পাকিস্তান
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ২০:২৬

নট আউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে দুই আস্থা অধিনায়ক বাবর আজম ও উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ান৷ এই দুই ব্যাটারে পাকিস্তান অতি নির্ভর বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।
ওপেনার দুজন নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও পুরোটা চিন্তা যেন মিডল অর্ডার নিয়ে৷ এ জায়গায় পাকিস্তান পিছিয়ে রয়েছে অনেকাংশে৷
কানেরিয়া বলেছেন, ‘নিঃসন্দেহে পাকিস্তান বাবর ও রিজওয়ানের ওপর অতি নির্ভরশীল কারণ তারা দুজনেই ওপেনার। ২০২১ সালে ভারতীয় বোলিংকে তারা ধসিয়ে দিয়েছিল। দুজনে একাহাতে খেলার নিয়ন্ত্রণ নিয়েছিল। যেভাবে তারা ব্যাট করেছিল সেটা দেখা চমৎকার। কিন্তু ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একমাত্র ব্যাপার হলো, পাকিস্তান পরে আর বেশি টি-টোয়েন্টি খেলেনি এবং মিডল অর্ডারেও খেলোয়াড় তৈরি করেনি।’
মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে তিনি বলেছেন, ‘শুরুতেই ২-৩ উইকেট পড়ে গেলে ইনিংস গড়ার মতো খেলোয়াড় নেই। মিডল অর্ডার পাকিস্তানের জন্য দুর্বল দিক। ভারতীয় বোলাররা জানে যে পাকিস্তানের ব্যাটিংয়ে মিডল অর্ডার দুর্বল।’
বাবর ও রিজওয়ান জুটি কতটা ভয়ঙ্কর তা বুঝতে তাকাতে হবে গেল বিশ্বকাপের দিকে৷ সংযুক্ত আরব আমিরাতের সে আসরে এদুজন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৮, ভারতের বিপক্ষে অবিচ্ছিন্ন ১৫২, ইংল্যান্ডের বিপক্ষে ১৫০, জিম্বাবুয়ের বিপক্ষে ১২৬ ও নামিবিয়ার বিপক্ষে ১১৩ রানের ছয়টি জুটিতে অবদান বাবর-রিজওয়ানের।
এশিয়া কাপে সাফল্যের অনেকটাই নির্ভর করছে বাবর-রিজওয়ানের উপর৷ দুজনে দারুণ শুরু এনে দিতে পারলে দূর্বলতা নিয়েও মিডল অর্ডার বাকি কাজ করে যেতে পারবে৷
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: