নার্ভাস নাইন্টিজের শিকার অ্যালেন, সমতায় নিউজিল্যান্ড
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ২০:৫১

নট আউট ডেস্কঃ দীর্ঘ আট বছর পর গত পরশু (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতেছিল ক্যারিবীয়রা। তবে সেই রেশ কাটতে না কাটতেই ফের সিরিজে সমতা ফেরাল সফরকারী নিউজিল্যান্ড। বার্বাডোসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, বৃষ্টি আইনে স্বাগতিকদের ৫০ রানে হারিয়েছে কিউইরা।
এদিন আগে ব্যাট করে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় কিউইরা। বাকিদের ব্যর্থতার দিনে নিউজিল্যান্ডের হাল ধরেন ওপেনার ফিন অ্যালেন। তবে মাত্র ৪ রানের জন্য এদিন সেঞ্চুরি বঞ্চিত হয় এই ওপেনার। বৃষ্টি আইনে ৪১ ওভারে ২১২ রানের টার্গেটে ব্যাট করে, দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির তোপে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ৫০ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।
বার্বাডোসে কিউইদের দেওয়া ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেম কাইল মায়ার্স ও শামরাহ ব্রুকস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। বোর্ডে মাত্র ২৭ রান তুলতেই ক্যারিবীয়রা হারায় ৬ উইকেট। সপ্তম উইকেট জুটিতে দলের হাল ধরেন কাসি কার্টি ও ইয়ানিস কারিস। দলীয় ৫৫ রানে রান আউটে কাটা পড়ে কার্টি ফিরলে ভাঙে এই জুটি।
এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলে বল মাঠে গড়ালেও, বৃষ্টি আইনে ক্যারিবীয়দের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৪১ ওভারে ২১২। বৃষ্টির পর ব্যাট করতে নেমে দলীয় সত্তরের ঘরে ফিরেন ব্যক্তিগত ১১ রান করা আকিল হোসেন। নবম উইকেট জুটিতে আলজেরি জোসেফকে নিয়ে ফের দলের হাল ধরেন ইয়ানিস। এই দু'জনের ব্যাটে দলীয় একশ পার করে ক্যারিবীয়রা। দুজনের লড়াকু পঞ্চাশোর্ধ রানের জোট দলকে লড়াইয়ে রাখে। তবে ঝড় তোলা জোসেফের বিদায়ে ভাঙে এই জুটি। ৫ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪৯ রান আসে জোসেফের ব্যাট থেকে।
এরপর হাফ সেঞ্চুরিয়ান ইয়ানিসের বিদায়ে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। ফলে বৃষ্টি আইনে ৫০ রানের জয় পায় নিউজিল্যান্ড। ২ চার ও ১ ছক্কায় ৮৪ বলে ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ইয়ানিস। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি নেন ৪টি উইকেট। ট্রেন্ট বোল্টের শিকার ৩টি উইকেট।
এর আগে ব্যাট করে ২১২ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ফিরেন কিউই ওপেনার ফিন অ্যালেন। ৭ চার ও ৩ ছক্কায় ১১৭ বলে ৯৬ রান করেন তিনি। এছাড়া ড্যারিল মিচেল খেলেন ৪১ রানের ইনিংস। শেষ দিকে মিচেল স্যান্টনারের আনবিটেন ২৬ রানে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। উইন্ডিজের পক্ষে ৩টি উইকেট নেন জেসন হোল্ডার। আকিল হোসেন নেন ২টি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: