নেদারল্যান্ডস সিরিজ
পাকিস্তানের টার্গেট ১০ পয়েন্ট, নেদারল্যান্ডসের ভাবনায় প্রথম জয়
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৬:৫৪

নট আউট ডেস্কঃ ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল। ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় শেষ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিতে চায় পাকিস্তান। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেতে মরিয়া স্বাগতিক নেদারল্যান্ডস।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২১ অগাস্ট (রবিবার) বাংলাদেশ সময় দুপুর তিন টায় মাঠে নামবে দুই দল। ম্যাচের আগের দিন দুই দলের দুজন কথা বলেছেন সংবাদ সম্মেলনে।
পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটার সালমান বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিলো সিরিজ জয়। এবার আমাদের লক্ষ্য শেষ ম্যাচও জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপ সুপার লিগ থেকে ১০ পয়েন্ট নেয়া।’
নেদারল্যান্ডসের ব্যাটার টম কুপার বলেন, ‘আমরা শেষ ম্যাচটি জিততে চাই। পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের জন্য মুখিয়ে আছি।’
আরও পড়ুনঃ পাকিস্তান শুধুমাত্রই আরেকটি প্রতিপক্ষ
সিরিজের প্রথম ম্যাচে খুব কাছে গিয়ে জয় পায়নি স্বাগতিকরা। ৩১৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শেষ পর্যন্ত করেছিল ২৯৮ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য লড়াই জমাতে পারেনি স্বাগতিকরা। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৬ রানে অলআউট হয়। সফরকারী টপ অর্ডার ব্যাটারদের সাবলীল ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় আসে।
বিশ্বকাপ সুপার লিগে পাকিস্তানের ম্যাচ সংখ্যা ১৭টি। যেখানে ১১ জয়ের বিপরীতে হার ৬ ম্যাচে। ১১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে দলটি। অপরদিকে ১২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ১২০।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: