আউট নয়, পরিকল্পনা ছিল আহত করার!
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৭:২৪

নট আউট ডেস্কঃ পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের বোলিং নিয়ে আলাদা করে বলা খুব বেশি কিছুই নেই। গতি দিয়ে ব্যাটারকে বুকে ভয় ধরিয়ে দেওয়া এই বোলারের কারনে বুকে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সৌরভ গাঙ্গুলীকে।
১৯৯৯ সালে মোহালিতে এক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে টিম মিটিংয়ে সৌরভের বিপক্ষে পরিকল্পনা সাজাতে গিয়ে শোয়েবকে বুকে ও মাথাতে বল করার নির্দেশ দিয়েছিল পাকিস্তান ম্যানেজম্যান্ট।
এশিয়া কাপের আগে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি অনুষ্ঠান শুরু করেছে সম্প্রচারকারী চ্যানেল। সেখানে শোয়েব আখতার বলেন, 'টিম মিটিংয়ে আমাকে বলা হয়েছিল সৌরভের মাথা ও বুক লক্ষ্য করে বল করতে। জিজ্ঞাসা করেছিলাম, 'তাহলে আমি কি সৌরভকে আউট করার চেষ্টা করব না?' জবাবে তারা বলেছিল, 'না, শুধু ওর মাথা, বুক লক্ষ্য করে বল করে যেতে হবে। বাকি বোলাররা উইকেট নেবে। '
তিনি যোগ করেন, 'সবাই বলে সৌরভ নাকি পেস খেলতে ভয় পায়। এগুলো বাজে কথা। সৌরভ আমার দেখা অন্যতম সাহসী ব্যাটার। শর্ট (বুক ও মাথার উচ্চতায় উঠে আসা) বল খেলতে সমস্যা হলেও সৌরভ কখনো পালায়নি। বুক চিতিয়ে ব্যাটিং করেছে। '
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: