বিগ ব্যাশ খেলার অনুমতি পেল ৪৩ পাকিস্তানি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০১:০৯

নট আউট ডেস্কঃ কয়েক সপ্তাহ আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল বিদেশের কোন লিগে খেলোয়াড়দের অনুমতি দেওয়া হবে না। তবে বিগ ব্যাশের ড্রাফটে যে সকল খেলোয়াড়ের নাম রয়েছে তাদের অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি।
প্রথমে ৯৮ জন বিদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করলেও সেখানে পাকিস্তানের কোন ক্রিকেটার ছিল না। তবে নতুন তালিকায় প্লাটিনাম ক্যাটাগরিতে উঠেছে অলরাউন্ডার শাদাব খানের নাম। এছাড়াও রয়েছেন মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির সরফরাজ আহমেদ, উমর আকমল, কামরান আকমল ও ওয়াহাব রিয়াজ।
তিন ফরম্যাটেই খেলা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিরা এই তালিকায় নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ব্যস্ত মৌসুম কাটাবেন তারা। এরপর শুরু হবে পাকিস্তান সুপার লিগ।
এদিকে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে চুক্তি করা আজম খান এই প্রতিযোগিতায় অংশ নিতে এনওসির অপেক্ষায়।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: