শিকার ধরতে মুখিয়ে আছেন আমির
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ২০:১৮

নট আউট ডেস্কঃ আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন পাকিস্তানের মোহাম্মদ আমির। এবারের আসরে খেলতে মুখিয়ে আছেন এই বাঁহাতি পেসার।
নিজের ফেসবুক পেজে আমির লিখেছেন, ‘বাংলা টাইগার্সের সঙ্গে শিকার ধরতে মুখিয়ে আছি। ’
বাংলা টাইগার্সের আইকন হিসেবে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও থাকছেন, কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানাদের মতো তারকারা। এই প্রতিযোগিতার প্রথম আসরে রানার্স-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলা টাইগার্স।
বাংলা টাইগার্সের হেড কোচের দায়িত্ব পেয়েছেন আফতাব আহমেদ। এছাড়াও সহকারী কোচ হিসেবে আছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ রিচার্ড স্টনিয়ার। দলটির পরামর্শকের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: