ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন বোল্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০৪:৫৭

ট্রেন্ট বোল্ট। ছবি সংগৃহীত ট্রেন্ট বোল্ট। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ কয়েক সপ্তাহ আগেই জাতীয় দলের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। চুক্তিতে না থাকায় দল গঠনে খুব একটা অগ্রাধিকার পাবেন না তিনি। তবে সব সিদ্ধান্তই ম্যানেজম্যান্টের হাতে ছেড়ে দিয়ে তিনি নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলা চালিয়ে যেতে চান। 

বোল্ট সবশেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। গত জুনের পর এই সংস্করণে নিজেকে যুক্ত করেননি। তবে সেই ম্যাচ ক্যারিয়ারের শেষ টেস্ট নয় বলেও মন্তব্য করেছেন তিনি। 

টেস্ট প্রসঙ্গে বোল্ট বলেন, 'আমি আশা করি (এমনটা হবে) না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমি জেনে-শুনেই নিয়েছি, আমি কন্টাক্টে ফিরতে চায়নি, এটা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে।'

জাতীয় দলে অগ্রাধিকার পাবে কিনা তা নিয়ে চিন্তিত নন বোল্ট। খেলার প্রবল ইচ্ছে থাকলেও টিম ম্যানেজমেন্ট যদি তাকে বিবেচনা না করে তাহলে তিনি অবাক হবেন না। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এই পেসার।

বোল্ট বলেন, 'তার আগে অনেক ক্রিকেট খেলতে হবে। আমি জানি পরের সিরিজটা পাকিস্তানে এবং তারপর আমার ঘরের মাঠে নতুন বছরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবো, কিন্তু এটা (খেলোব কিনা) এখনই বলা অনেক দূরের কথা। আমি এটা নিউজিল্যান্ড ক্রিকেটের ওপর ছেড়ে দেবো এবং তাদের সিদ্ধান্তকে সম্মান করব।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷