ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

শ্রীলংকা-আফগানিস্তান টি-টোয়েন্টি পরিসংখ্যান

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৫:৩৪

শ্রীলংকা-আফগানিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি শ্রীলংকা-আফগানিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের ১৫তম আসরের মঞ্চ প্রস্তুত। আগামীকাল (২৭ অগাস্ট) সংযুক্ত আরব আমিরাতে আয়োজক শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। একনজরে দেখা যাক শ্রীলংকা-আফগানিস্তানের টি-টোয়েন্টি পরিসংখ্যান। 

 

টি-টোয়েন্টি ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলংকা। 

 

টসে জিতে আগে ব্যাটিং করা আফগানিস্তান নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে করেছিল ১৫৩ রান। তিলকরত্নে দিলশানের মারকুটে ব্যাটিংয়ে ১৮.৫ ওভারে ১৫৫ রান করে শ্রীলংকা। ৫৬ বলে ৮৩ রান করে সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন দিলশান। 

এশিয়া কাপ ইতিহাসে দুই দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। একবার শ্রীলংকা এবং একবার আফগানিস্তান জয় পেয়েছে। ২০১৪ সালে আফগানিস্তানকে ১২৯ রানে হারিয়েছিল শ্রীলংকা, অপরদিকে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ৯১ রানে জয় পেয়েছিল আফগানিস্তান।   

আরও পড়ুনঃ বাছাইপর্ব শেষে এশিয়া কাপের সময়সূচি

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশা, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো , নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান।

 

আফগানিস্তান স্কোয়াডঃ মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাঈ, আজমতউল্লাহ ওমারজাঈ, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাবিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান এবং সামিউল্লাহ শেনওয়ারি।

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷