ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আফ্রিদির সাথে অন্যায় করেছে পিসিবি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৬

শাহিন আফ্রিদি। ছবি সংগৃহীত শাহিন আফ্রিদি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান তথা বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা পেসারদের একজন শাহিন আফ্রিদি। চোটের কারনে এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেও রাখা হয়েছিল দলের সাথেই। মূলত দুবাইয়ে চিকিৎসার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার ইংল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে তাকে। দেরিতে পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

পিটিভি স্পোর্টসে হাফিজ বলেছেন, ‘শাহিনের বিষয়টি যেভাবে দেখভাল করা হলো, তা আমাকে কষ্ট দিয়েছে। তাকে এখন তৈরি করা হচ্ছে এবং পুরো বিশ্ব তাকে দেখতে চায়। তাই আমাদের অবশ্যই শাহিনকে যথাযথ উপায়ে দেখভাল করতে হবে।’

 

তিনি আরও যোগ করেন, ‘পিসিবি যখন শাহিনকে লন্ডন পাঠানোর ঘোষণা দিলো, তার মানে এটি দাঁড়ায় যে সে কয়েক সপ্তাহ ধরেই চোটে ভুগছে এবং অনেক সময় নষ্ট হয়েছে। এটি তার সঙ্গে রীতিমতো অপরাধ।’

 

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করায় পিসিবির সমালোচনা করে হাফিজ বলেন, ‘শাহিন এখন মাত্র ইংল্যান্ডে গেলো। এই সিদ্ধান্ত কেনো ৮ সপ্তাহ আগে নেওয়া গেলো না? সঙ্গে সঙ্গে ওর অবস্থার পর্যালোচনা করা উচিত ছিল এবং পুনর্বাসনের জন্য বিশ্রামে পাঠানো জরুরি ছিল।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷