বার্লের ১০ রানে ৫ উইকেট, অস্ট্রেলিয়া অলআউট ১৪১ রানে
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ২০:০৮

নট আউট ডেস্কঃ প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অবশ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে অলআউট মাত্র ১৪১ রানে।
অজিদের মানসম্মান রক্ষার কাজটি করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এই বাঁহাতি ব্যাটার করেছেন ৯৪ রান। বাকি সবাই মিলে করেছে ৩৮ রান।
জিম্বাবুয়ের লেগস্পিনার রায়ান বার্ল মাত্র ১০ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট শিকার পেসার ব্রাড ইভান্সের।
ওয়ার্নারের সঙ্গে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল। ২২ বলে ১৯ রান করেন এই অলরাউন্ডার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫, স্টিভেন স্মিথ ১, অ্যালেক্স কারে ৪, মার্কাস স্টয়নিস আউট হন মাত্র ৩ করে। ৩১ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: