ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বেটিং ইস্যুতে জিরো টলারেন্স নীতি পিসিবির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ০১:১৬

পাকিস্তান ক্রিকেট। ছবি সংগৃহীত পাকিস্তান ক্রিকেট। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে কোনভাবেই বেটিং কোম্পানিকে জায়গা দেওয়া হবে না বলে জানানো হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড থেকে। বর্তমানে নামের সাথে নিউজ জুড়ে দিয়ে বেশিরভাগ বেটিং সাইট নিজেদের সংবাদ মাধ্যম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে। গেল মাসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এক চুক্তিতে তোলপাড় হয়েছিল বাংলার ক্রিকেট পাড়া। 

 

এদিকে বেটিং কোম্পানিগুলো যে নাম বদলে বা নামের সঙ্গে নিউজ জুড়ে দিয়ে ক্রিকেটে প্রবেশ করছে, তা গতবছরই বুঝতে পেরেছে পিসিবি। তাই এ বিষয়ে সতর্কতাও দেওয়া হয়েছিল। তবু পিএসএলসহ অন্যান্য ঘরোয়া ক্রিকেটে দেখা গেছে এসব কোম্পানির দৌরাত্ম্য।

 

তবে এ বিষয়ে আর কোনো ছাড় দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের নামের সঙ্গে নিউজ শব্দটি লাগিয়ে পরোক্ষ প্রচারণার চেষ্টা করলেও সেটির অনুমতি দেবে না পিসিবি। আসন্ন পাকিস্তান সুপার লিগ ও অন্যান্য ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেও এ নিয়ম কার্যকর করছে তারা।

 

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বেটিং কোম্পানিগুলোর এমন পরোক্ষ প্রচারণার কৌশলে চটেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই বেটিং কোম্পানিগুলোকে পাকিস্তানের ক্রিকেটে ঢুকতে দেওয়া হবে না। তারা যে বেশেই আসুক না কেন!

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷