ইংল্যান্ডের বিশ্বকাপ দলে হেলস
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:০৬

নট আউট ডেস্কঃ জনি বেয়ারস্টোর জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন অ্যালেক্স হেলস। গলফ খেলতে গিয়ে ইনজুরিতে ছিটকে গেছেন বেয়ারস্টো।
হেলস সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালে। বিতর্কে জড়িয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এছাড়াও দুইবার ড্রাগ টেস্টে তিনি ব্যর্থ হয়েছেন। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে বারবার নিজেকে প্রমাণ করেও জায়গা পাননি জাতীয় দলে।
মাঠের বাইরের ঘটনায় নানান ইস্যু থাকলেও, মাঠে বরাবরই নিজেকে উজাড় করে দিয়েছেন হেলস। সবশেষ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ১৫২.৩৫ স্ট্রাইকরেটে ২৫৯ রান করেছেন এ ডানহাতি ওপেনার। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে ১০ হাজার রানও করেছেন তিনি।
হেলসের ক্যারিয়ারের বেশিরভাগ রানই এসেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মাধ্যমে। এর মধ্যে ২০১৯ সালের পর থেকে সিডনি থান্ডারের হয়ে খেলা ১৯ ম্যাচে ১১টি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে হেলসের এ অভিজ্ঞতা বড় ইতিবাচক হতে পারে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: