ওভালে পেসারদের একদিন!
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:১৫

নট আউট ডেস্কঃ দ্য ওভালে বেরসিক বৃষ্টিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা, এক বলও গড়ায়নি মাঠে। রাণী এলিজাবেথে মৃত্যুতে স্থগিতই ছিল দ্বিতীয় দিনের খেলা৷ কার্যত সিরিজ নির্ধারনী তৃতীয় টেস্ট হয়ে দাঁড়ায় তিনদিনের। তবে পেসারদের দাপুটে তিন দিনের টেস্টেই ছড়াচ্ছে রোমাঞ্চ। উইকেটের পসরা সাজিয়ে তৃতীয় দিনেই দুই দলের পেসাররা তুলেছে মোট ১৭ উইকেট।
দুই ইংলিশ পেসার ওলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রডের তোপ, সফরকারী দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে মোটে ১১৮ রান। জবাবে ১৫৪ রান তুলে দিনের খেলা শেষ করলেও, ইংলিশরা হারিয়েছে ৭ উইকেট।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই মহা বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ পেসারদের তোপে বোর্ডে মাত্র ৩৬ রান জমা করতেই হারায় ৬ উইকেট। বিপাকে পড়া প্রোটিয়াদের হাল ধরেন মার্কো জেনসেন ও জন্ডো। ৭ম উইকেট জুটিতে এই দু'জন যোগ করেন ৩৬ রান। ২৩ রান করা জন্ডোর বিদায়ে ভাঙে এই জুটি। এরপর কেশব মহারাজকে নিয়ে দলের হাল ধরেন জেনসেন।
দলীয় ৯৯ রানের মাথায় ইনিংস সর্বোচ্চ ৩০ রান করা জেনসেনের বিদায়ে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১১৮ রানেই থামে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ করেন ১৮ রান। ইংল্যান্ডের পক্ষে ৫টি উইকেট নেন ওলি রবিনসন। স্টুয়ার্ট ব্রডের শিকার ৪টি উইকেট।
১১৮ রানে পিছিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড, শুরুতেই হারায় ওপেনার অ্যালেক্স লিসের উইকেট। এরপর দলীয় পঞ্চাশ পার করার আগে আরেক ওপেনার জ্যাক ক্রোলিকেও হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ওলি পোপ ও জো রুট। তবে থিতু হয়ে ইনিংসটা লম্বা করতে ব্যর্থ হন রুট। ফিরেন ব্যাক্তিগত ২৩ রানে। এরপর অভিষিক্ত হ্যারি ব্রুক ফিরেন ১২ রান করেই। বাকিদের আসা যাওয়ার মিছিলে একাই প্রতিরোধ গড়েন ওলি পোপ। তুলে নেন হাফ সেঞ্চুরি।
মাঝে ওভালে এক পসলা বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নেমেই ইংলিশরা হারায় অধিনায়ক বেন স্টোকসের উইকেট। পরের ওভারেও সাজঘরে ফিরেন হাফ সেঞ্চুরিয়ান ওলি পোপ। ১৩ চারে ৭৭ বলে রাবাদার শিকার হওয়ার আগে পোপ করেন ৬৭ রান। এরপর দিনের খেলা শেষ হওয়ার মাত্র ৩ বল আগে, স্বাগতিকরা হারায় স্টুয়ার্ট ব্রডের উইকেট।
শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ করার আগে, ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে স্বাগতিক ইংল্যান্ড। এগিয়ে ৩৬ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্কো জেনসেন নেন ৪টি উইকেট। কাগিসো রাবাদা নেন ২টি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: