বিশ্বকাপ দলে ফিরছেন বুমরাহ, প্যাটেল
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ২০:১১

নট আউট ডেস্কঃ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেল। দুজনেই সদ্য সমাপ্ত এশিয়া কাপ মিস করেছেন ইনজুরির কারনে। তবে বর্তমানে প্রায় শতভাগ ফিট। ভারতীয় টি-টোয়েন্টি দলে তাদের উপস্থিতি সময়ের ব্যাপার মাত্র। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে।
দলে সুযোগ পাওয়াতে বড় বাঁধা হতে পারে ফিটনেস ইস্যু। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে স্বাভাবিকভাবে বোলিং করেছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
এশিয়া কাপে ভারত স্কোয়াডে ছিলেন চারজন করে স্পিনার ও পেসার। বুমরাহ ও প্যাটেলের যোগ দেওয়াতে বিশ্বকাপ স্কোয়াডে কপাল পুড়তে পারে রবি বিষ্ণোই ও আভেশ খানের। তবে এখনও নিশ্চিত করেনি ক্রিকেট ইন্ডিয়া। ম্যানেজম্যান্টের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে জানানো হয়েছে।
এশিয়া কাপে ভারতের ব্যর্থতার পর জোড়ালো দাবি এসেছে বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ শামিকে রাখার। তবে শামির বিষয়ে এখনও চিন্তাভাবনা করছে বোর্ড। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনটিই।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: