ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বিশ্রামে থাকবেন ক্রিকেটার-কোচ, আফ্রিকা সিরিজে ভারত অধিনায়ক ধাওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৫

শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল৷  ছবি সংগৃহীত শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত৷ এদিকে আগামী মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দলটি৷ টি-টোয়েন্টি দলে পরিবর্তন না আসলেও ওয়ানডে দল থাকছে সম্পূর্ণ ভিন্ন৷ কেননা ওয়ানডে সিরিজে টি-টোয়েন্টি দলের অধিনায়কসহ বিশ্বকাপ দলের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে।

রোহিতদের বিশ্রামে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিবেন শিখর ধাওয়ান৷ এছাড়াও কোচ রাহুল দ্রাবিড়ের বিশ্রামে দলে যোগ দিবেন ভিভিএস লক্ষ্মণ৷

ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে বিসিসিআই-এর একজন কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলার কোনো মানে হয় না। কিন্তু কখনও কখনও পরিস্থিতিও এড়ানো যায় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত, বিরাটসহ বিশ্বকাপ খেলতে যাওয়া সব খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে। তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেটারদের একটা ছোট ব্রেক হয়ে যাবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি: প্রথম ওয়ানডে—৬ অক্টোবর(লক্ষ্ণৌ)। দ্বিতীয় ওয়ানডে—৯ অক্টোবর (রাঁচি)। তৃতীয় ওয়ানডে—১১ অক্টোবর (দিল্লি)।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷