সেরা সময়ে কোহলিকে ক্রিকেট ছাড়ার পরামর্শ আফ্রিদির
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০২:২৯

নট আউট ডেস্ক: সময়ের পরিক্রমায় একদিন ছাড়তে হবে দায়িত্ব৷ প্রিয় বাইশ গজে রাজত্ব হয়ে যাবে অতীত৷ চিরন্তন এই বাস্তবতা এশিয়ান ক্রিকেটাররা সহজে বুঝতে না পারলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বিশ্বাস করেন নিজের সেরা সময়ে ক্রিকেটকে বিদায় বলবেন বিরাট কোহলি৷
স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘কোহলি যেভাবে খেলেছে, বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে খানিক ভুগলেও পরে যেভাবে নিজের নাম তৈরি করেছে। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে একটা সময় আসবে, যখন আপনাকে অবসরের দিতে এগোতে হবে।’
তিনি আরও বলেন, ‘তবে এক্ষেত্রে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেরা সময়ে থেকে অবসর নেওয়া। অবস্থা এমন হওয়া উচিত নয় যে, সে ফর্মে থেকে ছাড়ার বদলে আপনি দল থেকেই বাদ পড়ে গেলেন। যদিও এমন হতে দেখা যায় না। এশিয়ার খুব কম ক্রিকেটার এ সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার মনে হয় কোহলি দারুণভাবেই এটি করবে।’
দীর্ঘ সময় পর এশিয়া কাপে শতক হাকিয়েছেন কোহলি৷ মাঝের সময় তাকে লড়াই করতে হয়েছে নানান বিষয়ে৷ একাকীত্বে ভুগেছে, ছুঁয়ে দেখেননি ব্যাট৷ সবমিলে পরিশ্রান্ত মন অবশ্যই বড্ড শান্ত বর্তমানে৷
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: