বাবর থাকলেই চাপ বাড়ে ওভার প্রতি রানের!
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৬

নট আউট ডেস্কঃ ক্রিকেটের তিন সংস্করণে দূর্দান্ত করতে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিভ জাভেদ। জাভেদের মতে বাবর আউট না হলে ওভার প্রতি রানের চাপ বাড়ে।
আকিব বলেছিলেন, ‘আমরা যখন করাচি কিংসের বিপক্ষে খেলতে নামি এবং ১৮০ বা তার আশপাশে সংগ্রহ পাই; তখন আমরা বাবর আজমকে আউট করার খুব বেশি চেষ্টা করি না। কারণ সে তার আপন মনে খেলতে থাকে এবং ওভারপ্রতি রানের চাহিদা বাড়তেই থাকে।’
টি-টোয়েন্টিতে বর্তমানে দুই নম্বর ব্যাটার বাবর আজম হলেও তার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১৩০ এর আশেপাশে। এ নিয়ে অবশ্য সাবেকদের অনেকেই অনেক কথা বলে। সেসব কথা বাবরকে বিচলিত না করলেও ব্যক্তিগত আক্রমণে হতাশার কথা প্রকাশ করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাবর আকিবের প্রশ্ন প্রসঙ্গে বলেন, ‘তার ভাবনা যদি এরকমই হয়, কোনো সমস্যা নেই। তার ভালো হোক! সবারই নিজস্ব মতামত থাকতে পারে। আমি স্রেফ পাকিস্তান দল নিয়েই কথা বলতে চাই। লোকের নিজস্ব অভিমত থাকবেই। আমরা সেসবে কান দেই না বা তারা কী বলে, এসবকে পাত্তা দেই না।’
এর পরপরই তিনি আরও যোগ করেন, ‘সাবেক ক্রিকেটাররা নিজেদের মতামত জানাতেই পারেন। তবে ব্যক্তিগত আক্রমণ হতাশার। সাবেক ক্রিকেটাররা নিজেদের সময়ে এটার মধ্য দিয়ে গেছেন এবং তারা ভালো করেই জানেন, কতটা চাপ নিয়ে খেলতে হয় আমাদের। আমি ব্যক্তিগতভাবে এসব মতামতকে পাত্তা দেই না। আমার কাছে এসবের কোনো মূল্য নেই।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: