খেলার পাশাপাশি সতীর্থদের কোচিং করাবেন ব্রড-অ্যান্ডারসন
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ২০:২৬

নট আউট ডেস্কঃ গল্পের ছলে শুরু হোক এবারের আলোচনা। বিশ্বক্রিকেটে দুজন বোলার, যাদের একজনের বয়স ৪০, অপরজনের ৩৬। দুজনে মিলে এখন পর্যন্ত নিয়েছে ৯৯৭ উইকেট। রহস্য থেকে বেড়িয়ে এসেছে খোলাসা করা যাক সব কিছুর। বলা হচ্ছে ইংল্যান্ডের দুই গতি তারকা জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের কথা। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের শাসন করার পাশাপাশি এবার গুঞ্জন উঠেছে সতীর্থদের পরামর্শক হিসেবে কাজ করবেন দুজনে। ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। সেই সিরিজে দলের অন্যান্য সদস্য যেমন অলি রবিনসন, ম্যাটু পটদের পরামর্শক হিসেবে কাজ করবেন তারা। দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম সাজাচ্ছেন এমনই পরিকল্পনা। বর্তমানে কোচিংয়ের দায়িত্বে থাকা জন লুইসকে দেখা যাবে খেলোয়াড় তৈরিতে কাজ করতে।
অভিজ্ঞতায় সমৃদ্ধ দুজনকে ক্রিকেটের স্বার্থে ভিন্নভাবে ব্যবহার করতে মরিয়া দেশটির ক্রিকেট বোর্ড। কেননা তারা বল হাতে যেমন সঠিক পথে রেখেছে দলকে, তেমনি তাদের কাছ থেকে শিখে অন্যান্যরাও একই পথে রাখতে পারবে ইংল্যান্ডকে, এমন বিশ্বাসই করছে ম্যানেজম্যান্ট।
ক্রিকেটের বাকি দুই সংস্করণ তাদের কাছে এখন অতীত। তাদের কাছে দলের চাহিদাও অনেক। তা পূরণে অবশ্য কতটা সফল তা বিচার করতে পারেন আপনারাই। তবে বিচারের আগে দেখে নিতে হবে একটা পরিসংখ্যান। গেল গ্রীষ্ম মৌসুমে ৭ ম্যাচ খেলা ব্রড নিয়েছেন ২৯ উইকেট। অপরদিকে অ্যান্ডারসনের উইকেট ৬ ম্যাচে ২৭টি।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: