রানে নেই বাবর, মাহেলা দিলেন ফর্মে ফেরার টোটকা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০১:১৫

নট আউট ডেস্কঃ সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাবর আজমের নেতৃত্বে ফাইনাল খেলেছে পাকিস্তান। তবে ব্যাট হাতে পুরো টুর্নামেন্টেই নিস্প্রভ ছিল পাক অধিনায়ক। আসরে ৬ ম্যাচ খেলে তিনি রান করেছেন মাত্র ৬৮। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সাত ম্যাচ সিরিজের প্রথমটাতেও বাবরের ব্যাট থেকে এসেছে ৩১ রান৷
এদিকে সামনেই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। হাতে বাকি নেই এক মাসও। এর মাঝেই বাবরের অফ-ফর্ম চিন্তায় ফেলতে বাধ্য করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের আগে বাবর ছন্দে না ফিরলে, ভুগতে হবে পাকিস্তানকেই। এমতাবস্থায় বাবরকে ফর্মে ফিরতে উপদেশ দিলেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আয়োজিত শো ‘দ্য আইসিসি রিভিউ’-তে বাবর আজম প্রসঙ্গে মাহেলা বলেন, ‘শেষ দুই বছর ধরে বাবর যে ফর্মে ব্যাট করছে তার কাছে এমন একটা টুর্নামেন্ট (এশিয়া কাপ) যাওয়াটা বেশ চিন্তার বিষয়। তবে আমি এখনও মনে করি ও একজন বিশ্বমানের ক্রিকেটার। হয়ত এশিয়া কাপের ছিল বলেই এমন পারফরম্যান্স (বাজে) বেশি বেশি সামনে এসেছে, আলোচনা হচ্ছে। এখন তো ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় না খুব একটা। ফলে এশিয়া কাপে এই ম্যাচটা নিয়ে হয়ত কিছুটা চাপে ছিল বাবর। তবুও আমি বলব ও একজন বিশ্বমানের ক্রিকেটার।'
মাহেলার মতে অফ-ফর্মে থাকা বাবরকে ভীষণ মিস করছে পাকিস্তান। এমনকি বাবর-রিজওয়ান জুটিকেও মিস করছেন তিনি। সময়টা খারাপ গেলেও মাহেলার প্রত্যাশা দ্রুতই ছন্দে ফিরবেন বাবর। তাই প্রসেসের মধ্য দিয়েই বাবরকে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মাহেলা আরও বলেন, 'ব্যাটার বাবরকে পাকিস্তান নিশ্চয় খুব মিস করেছে। কারণ ওপেনার হিসেবে বাবর এবং রিজওয়ান জুটি খুব ধারাবাহিক পারফরম্যান্স করেছে। শেষ দুই বছরে পাকিস্তান ক্রিকেট দল যত সাফল্য পেয়েছে, তার প্রধান কারণ এই বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি। বাবর ও রিজওয়ান ওপেনিং জুটিতে পাকিস্তানের ভিত গড়ে দেয়। তবে এটাও ঠিক যে সব বড় ক্রিকেটারদেরই খারাপ সময় আসে। বাবরেরও এসেছে। ওকে আবার নতুন করে সবকিছু প্রসেসের মধ্যে দিয়ে করতে হবে। ও আরও শক্তভাবে ফিরবে।'
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: