ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পরিসংখ্যানের বিচারে সবার সেরা বাবর-রিজওয়ান জুটি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪১

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেট ‍দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জুটি। কেননা গেল রাতেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দশ উইকেটর জয়ের নেপথ্যে এই দুই ব্যাটার।  গেল এশিয়া কাপ থেকেই তাদের নিয়ে বড্ড সমালোচনা হয়েছে। বিশেষ করে স্ট্রাইকরেট নিয়ে। তবে পরিসংখ্যান বিচারে সবার শীর্ষে এই জুটি। 

 

ক্রিকেটের চার-ছক্কার এই সংস্করণে দুজন মিলে করেছেন ১৯২৯ রান। যেখানে গড় প্রায় ৫৭। দুজনের মিলে দলীয় শতক পূর্ণ করেছেন মোট ৭ বার। 

 

পরিসংখ্যানের বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান জুটি। তারা দুজনে মিলে ৩৩.৫১ গড়ে সংগ্রহ করেছেন ১৭৪৩ রান। সেঞ্চুরি এসেছে ৪টি। 

উল্লেখ্য, ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাবর-রিজওয়ানের অবিচ্ছিন্ন জুটিতে  ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে এই প্রথম ১০ উইকেটে হারল ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তান দ্বিতীয়বার জিতল ১০ উইকেটে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল। সেটাই ছিল যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷