ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

দ্রাবিড়কে টপকে অন্যন্য উচ্চতায় কোহলি, সামনে কেবল শচীন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৩

রাহুল দ্রাবিড় (বাঁয়ে), বিরাট কোহলি (ডানে)। ফাইল ছবি রাহুল দ্রাবিড় (বাঁয়ে), বিরাট কোহলি (ডানে)। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ধীরে ধীরে চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সদ্য সমাপ্ত এশিয়া কাপে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। প্রায় বছর তিনেক পর, আন্তর্জাতিক মঞ্চে পেয়েছেন শতকের দেখা। এশিয়া কাপের উড়ন্ত ফর্মটা কোহলি এবার টেনে আনলেন ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজেও।

হায়দ্রাবাদে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে রবিবার রাতে কোহলি খেলেছেন ৬৩ রানের ম্যাচ জেতানো এক ইনিংস৷ তাতেই অবশ্য কোহলি ছুঁয়ে ফেলেছেন নয়া মাইলফলক। পেছনে ফেলেছেন ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়কেই। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বিরাট কোহলি। তাঁর সামনে রয়েছেন এখন কেবল ক্রিকেট ইশ্বর শচীন টেন্ডুলকর। 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৭১টি ম্যাচ (তিন ফরম্যাটে) খেলেছেন কোহলি। তাতে প্রায় ৫৩ গড়ে বিরাট সংগ্রহ করেছেন মোট ২৪ হাজার ৭৮ রান। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (যৌথভাবে) ৭১টি সেঞ্চুরি ছাড়াও করেছেন ১২৫টি হাফ সেঞ্চুরি। অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে খেলেছেন ৪৮ বলে ৬৩ রানের ইনিংস। তাতেই কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন তিনি। 

ভারতের জার্সিতে ৫০৪টি ম্যাচে খেলেছেন রাহুল দ্রাবিড়। ৪৫ গড়ে করেছেন ২৪ হাজার ৬৪ রান। যা এতোদিন ছিল ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এবার শিষ্য বিরাটের কাছেই দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়কে খোয়াতে হয়েছে দ্বিতীয়স্থান৷ এই তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকর। ভারতের হয়ে ৬৬৪ টি ম্যাচে, প্রায় ৪৯ করে মাষ্টার ব্লাষ্টার করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান।  

এছাড়া ভারতীয়দের মধ্যে শীর্ষ পাঁচে রয়েছেন সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনি৷ ৪২১ ম্যাচে ৪১ গড়ে ১৮ হাজার ৪৩৩ রান করেছেন সৌরভ, ৫৩৫ ম্যাচ খেলা ধোনি প্রায় ৪৫ গড়ে করেছেন ১৭ হাজার ৯২ রান৷ 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷