ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

দলের হার মানতে পারেন না রাজা, আবেগে করেন খারাপ ব্যবহার!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৬

রমিজ রাজা। ছবি সংগৃহীত রমিজ রাজা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্ব পালন করছেন রমিজ রাজা। দেশটির ক্রিকেট উন্নয়নে তার কাজে প্রশংসা করছে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে তার আচরণ হতাশ করেছে সকলকে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের ফাইনাল হারের পর ভারতীয় সাংবাদিকের সাথে খারাপ আচরণ করে বসেন তিনি। মূলত পাকিস্তানের হার মানতে না পেরে এমনটা করেছেন বলে জানিয়েছেন পিসিবি প্রধান। 

 

রমিজ রাজা বলেন, 'আমি আমার দলকে বলেছি যে আমাদের (শিরোপা) জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সবসময় জিততে দেখতে চায়। তাই, তারা হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি। পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। (দল হারলে) আমি সবার প্রতি রূঢ় আচরণ করি, এ কারণে বাড়িতে আমাকে বকা শুনতেও হয়।'

 

রমিজের মতে ক্রিকেট পাকিস্তানের মানুষের মুখে হাসি ফুটায়। সবার মনোবল বাড়িয়ে দেয়। পিসিবি চেয়ারম্যান বলেন, 'এটিই একমাত্র খেলা, যা দেশের মানুষের মুখে হাসি ফেরায়। জাতির মনোবল বাড়িয়ে দেয়।'

 

আগামী মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গেল আসরে ‍দূর্দান্ত করেও সেমিফাইনালে হেরেছে বাবর আজমের দল। অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হলে ব্যাটিং বিভাগকে দারুন কিছুই করতে হবে। তবে পাকিস্তানের বড় ভয়ের নাম ব্যাটিং লাইন আপ। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যর্থতার দিনে খুব একটা লড়াই জমাতে পারছে না দলটা। যদিও এশিয়া কাপে শেষ দিকে দূর্দান্ত কিছু স্মৃতি উপহার দিয়েছে দলটির সদস্যরা। তবুও প্রায় শতভাগ ভরসা এই দুই ওপেনারকে নিয়ে। তবে তাদের স্ট্রাইকরেট নিয়ে রয়েছে হরেক রকম সমালোচনা। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷