সল্ট ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, সমতা ফেরাল ইংল্যান্ড
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২০:৩৩

নট আউট ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৬ষ্ঠ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা ৩৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই পূরণ করে সফরকারীরা। সাত ম্যাচ সিরিজ বর্তমানে ৩-৩ সমতা।
লাহোরে প্রথমে ব্যাট করে বাবর আজমের ৫৯ বলে ৮৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান করে ১৬৯ রান। জবাবে ইংলিশ ওপেনার ফিল সল্টের ৪১ বলে ৮৮ রানের ইনিংস সিরিজে টিকিয়ে রেখেছে দলকে।
পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান ইফতিখার আহমেদ। বল হাতে ইংলিশ বোলার স্যাম কুরান ও ডেভিড উইল দুইটি করে উইকেট পায়। এছাড়াও পাকিস্তানের হয়ে ৩৪ রান খরচে দুই উইকেট নিয়েছে সহ অধিনায়ক শাদাব খান।
সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে শেষ দিকে এসে জয় তুলতে পারেনি সফরকারীরা। তবে এবারে কোনরকম ভুল করেনি। পাক বোলাদের খুব একটা সুযোগও দেয়নি। রোববার লাহোরে সিরিজের শেষ ও সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হবে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: